Skip to content

১৪ ই ফেব্রুয়ারী-ফরহাদুল ইসলাম মোহন

আজ ১৪ ই ফেব্রুয়ারী
তথাকথিত ভালোবাসা দিবসে ভালোবাসাহীন উদ্ভট কথাবার্তায় মনের সুখে উড়ে বেড়াচ্ছি গ্রাম থেকে শহরে, শহরের অলিগলিতে
পৃথিবীতে আমার ভালোবাসার মানুষের মহাপ্রাচুর্য
তবুও, কেন জানি সোনালী ব্যাংকে ভালোবাসার সঞ্চয় শূন্যের কোঠায়
কিছুতেই সঞ্চয়ের কাটা বিক্ষিপ্ত হচ্ছে না
কারন জানতে চাওয়ার অমার্জনীয় অপরাধে বিক্ষুব্ধ ব্যাংকের ম্যানেজার
বলে বসলেন, প্রথম যৌবনে উজাড় করে ভালোবাসা বিলিয়েছো ভুল মানুষের ভুল ঠিকানায়
তবে কি জীবন তুমার বেলায় বিষম কিছু করলো?

একটুখানি স্বস্তির খুঁজে ছুটে এলাম ছায়াময়ী নদীর তীরে
অধীর হয়ে শুনলাম নদীর বাঁধভাঙ্গা ঢেউয়ের কবিতাময় আওয়াজ
মনে পড়লো প্রথম যৌবনের সেই অবাধ উচ্ছলতা
একশ একটি কাঁটাতার ডিঙ্গিয়ে প্রিয়তমাকে একটুখানি ছুঁয়ার অশেষ অভিলাষ
প্রিয়তমার একটুখানি দেখা পাবার অনন্ত অভিলাষে বেপরোয়া ভাবনাগুলো
মনে পড়ে কাশবন আর টলটলে দীঘির জল
পেনসিলে আকা পোট্রেট
মনে পড়ে চশমা চোখে স্বপ্নবিলাসী কোন এক কিশোরের অবারিত গান
মনে পড়ে অর্থহীন তোমায় ঘেরা অর্থময় সময়গুলো
মনে পড়ে চৈত্র রোদ, আকাশ ভাঙা ঝড়
মনে পড়ে কালো মেঘ,সাদা দিন,নীল রাত
মনে পড়ে সুদীর্ঘ এক বিজন দীঘি- পাড়ে মচমচে পাতা কুড়ানোর গল্প
সুদীপ্ত হাসিতে মেতে উঠা প্রতিটা ক্ষন
মনে পড়ে?
মনে পড়ে শেষ বিকেলের কবিতাপাঠে জীবনভোগের নমুনাগুলো
মনে পড়ে সেই বিস্তৃত মাঠ,টিএসসি ধেয়ে আসা চুল উড়ানো বাতাস
মনে পড়ে?
মনে পড়ে!ভীষণ মনে পড়ে সেই দিন যেদিন ভালোবাসাহীন হয়েছি উজাড় করে ভালোবেসে
মনে পড়ে?
~ফরহাদুল ইসলাম মোহন
~১১-০২-২৩

মন্তব্য করুন