Skip to content

হে বিবেক-কবি-মোয়াজ্জেম বিন আউয়াল।

হে বিবেক, আর কত?
এভাবে যুগের পর যুগ,
নিজের অস্তিত্ব বিলীন করে
অন্যকে দিবে সুখ।
হে বিবেক তুমি হও জাগ্রত
খুলে দাও বিবেকের দ্বার,
তোমার দেখানো পথে
থাকবে না কোন অবিচার।
হে বিবেক থমকে কেন
তুমি কেন নিশ্চুপ,
দুর্নীতি, অরাজকতায়
একটুখানি কি লাগে না দুখ।
হে বিবেক তুমি দেখ চেয়ে
আমি কতটা আছি দুখে,
আমার টাকা লুটে
অন্যেরা আছে সুখে।
হে বিবেক তুমি খুলে দাও
যা আছে তোমার,
তোমার দেখানো পথে
কেটে যাবে গোধূলি আধার।

মন্তব্য করুন