Skip to content

হে বন্ধু আমাকে মনে কর – রাজা চক্রবর্তী

তুমি চলে গেলে কেন? প্রশ্নটা করা সোজা,
যখন আমি ছিলাম, দেওনি আমায় মর্যাদা।
দূরে থেকে হয়তো কিছুই যায় না বোঝা,
বেঁচে থাকার উৎকণ্ঠা, জানে কি খোদা?

হাসি লেগে থাকা মুখ, রাখা যায় যতদিন,
তাই দেখে আমরা ভাবি কত ভালই আছে।
ভেতরের খবর কেউ রাখেনা, আয়ু হয় ক্ষীণ
কেউ কি আর এখন বাঁচার জন্য বাঁচে।

উৎসবের ভিড়ে একলা হয়ে যাওয়া লোক,
ঝকঝকে আলোর কিরণেও মন খারাপের ভয়।
কালো চশমার নিচে ঢাকা পড়ে যায় চোখ,
অবসাদ ডাকে তারে, কোন কুশল কাব্য নয়।

এখন সকলেই রাজনীতির বিচারক সবাই নেতা,
সকলেই সব জানে, অজ্ঞানে সজ্ঞানে সব কিছু।
এ দেহের হাত জানে, কু-কাজের পরিমাণ কত,
তাই মন আজও মৃত্যুর কাছে নিচু।

খুলে দিক না মনের জানালা, খুলুক রোজ,
পাঠক কেবল সুপ্রভাতে প্রভাত ফেরীতে ডাক।
যারা আসেনি, আমি নিয়েছিলাম তাদের খোঁজ,
বিকেল বেলায় অস্ত সূর্যকে দিয়েছিল হাঁক।

জেগে থাকা অস্বচ্ছতায় , ঘুমোতে চলে যাও,
এখনো যারা আছে, পার হতে পারি সাগর।
হয়তো বা দুষ্কর , বলতে চাইছি তোকে তবুও,
শত কষ্টের দিনেও, হে বন্ধু আমাকে মনে কর।

1 thought on “হে বন্ধু আমাকে মনে কর – রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন