Skip to content

হে আমার নির্বাক দেবতা — রমেন মজুমদার

হে আমার নির্বাক দেবতা
—–
রমেন মজুমদার, 16/04/23

তুমি কি জেনেছ মানুষের কষ্টের কথা
করুণ আর্তি তাঁরই প্রার্থনায় পুষে;
ধুসর পৃথিবীর বুক চিরে আগুনের লেলিহান!
কত অশ্রুজল!কত করুণ কান্নার দহন!
ছুঁয়েছে মাটির বুক লক্ষ যন্ত্রণার ভারে।

পাথরের মূর্তি তুমি,বুঝবে কি মানুষের ব্যথা?
ছারখার হয়ে গেল বঙ্গের বাজার;
একটুকরো রুটিরুজি; কি পাপ ছিল তাহার।
তুমিতো পাষাণবেদি!কোথায় প্রাণ ধরো;
মরমে মরমে ওঠে কান্নার ধ্বনি,গুমুরিয়া কাঁদে!

ক্ষয়ে যায় মানুষের কতশ্রম ,কত রক্তঘাম!
তোমারে ডাকিছে ওরা বিপদে অগ্নি জ্বালায়!
তুমি কি চাও ? কার পাপে হয়ে গেলো এ’ সর্বনাশ!!

বলে দাও; হে আমার নীরব দেবতার মূর্তি
এ’কি অভিশাপ ? সহস্র প্রাণের আর্তি তবে,
সব কি গেল বিফলে? বলো আমার পাষাণ দেবতা।
চুপ করে থাকা যেন আমাদের জন্ম অভিশাপ।
—- সমাপ্ত —

মন্তব্য করুন