Skip to content

হেমন্তের ধান কাটা

সহজ সরল লোক ও গ্রাম্যের মানব
হাসি খুশি বেশ,
দল বেঁধে মাঠে যায় নিজের ধানক্ষেতে
সোনালীর রেশ।
সারাদিন খেটে খেটে বহু কষ্টের ফলে
ফসল ফলায়,
পরিবার তথা দেশ পাবে খাদ্যের গুণ
নিজেকে বলায়।
ভূমিহীন আছে যারা বর্গায় করে চাষ
পরের জমিতে,
সুদিন তো আসে ঘরে ভাগ্যের মুখ দেখে
চলে তো নীতিতে।
হেমন্ত এলে ধরায় সোনালী রঙে ভরে
পাকা ধান তার,
ধানে সোনারঙ ধরে প্রতিটি ক্ষেতে ক্ষেতে
চোখ জুড়াবার।
কেউ একা ধান কাটে কেউ বা দল বেঁধে
গীতি সুর গানে,
মনের আনন্দে তারা ঘরে ফসল তুলে
সব দিকপানে।

মন্তব্য করুন