Skip to content

হিমু-ইকবাল বিন সুলতান

আমি হিমু হয়ে কাটিয়েছি কতদিন,
শূন্যতার অনুভবে হৃদয়ে জমিয়েছি কতমেঘ,
তোমাকে পাওয়ার তীব্র বাসনা নিয়ে কাটিয়েছি কতরাত,
তুমি আসবে বলে উড়িয়েছি কত আবেগ,
কবু দেখনি তুমি?

লোকচোখুর অন্তরালে ছায়াচ্ছন্ন প্রাণী হয়ে বেঁচে আছি,
এইভাবে কাঁটবে আর ক’দিন?

আমার হৃদয়ে খড় কুড়ো দিয়ে একটি কুড়েঘর বুনেছি
তোমাকে রাখবো বলে…
তোমার হাসি মাখা মুখে, মায়াবি চোখের ছাহনিতে,
তোমার বেহাগের সুরে বলা কথা,
আর তোমায় একটি পলক দেখার কত বাহানা।
কবু বুঝনি তুমি?

জানো কি হিমু?
ভেবেছিলাম ঐ পথের দ্বারে যুঁই চেমেলী বেলীর মালায়,
সাজাবো তোমায়! বধুর সাজে..
আপন করে নিবো।
জোৎস্নার রাতে, বসে তোমার সাথে
গল্প, কাব্য শুনাবো কত!
থাক এখন, সবই বিলাসিতা।

এই যে দেখছো আমায়, এক চ্ছন্নছাড়া ভবগুরের মতো
তা শুধুই তোমার ভালোবাসা পাওয়া বাহানা মাত্র।
আমার বুকের পরম ভালোবাসা দিয়ে
মান্জুরী সাজিয়ে রাখার তীব্র বাসনা নিয়ে
তোমার কোলে শুয়ে, চুলের ঢালে বিলিকেটে
বড্ড ইচ্ছে হয় বলতে,
আমায় একটু ভালোবাসা দাও প্রিয়।।

মন্তব্য করুন