Skip to content

হালুম! – শুভশ্রী রায়

হালুম!
হ’চ্ছে কিছু মালুম?
বিনা খোঁজেই তোমার সন্ধান আমি পালুম,
তার কারণ, পৃথিবীটা গোল, যে হো’ক যতই চালুম।

ফেসবুকেই খোঁজ পেয়েছি বললে হবে ভুলুম,
প্রতিটি বই একটি মুখ, প্রতি মুখই বই, আমি বলুম!
জীবনে মহামধুর পাশাপাশি ধাক্কার পর ধাক্কা খালুম,
তারপরেও বাস্তবের হাত না ধরলে, কেটে যাবে তালুম।

হালুম!
কে কেমন টের পেতে পেরিয়ে যায় হাজার হাজার সালুম,
অতএব নিজেকেই বুঝেশুনে চলতে হবে, এ নির্ণয়ে আলুম;
খেতে চাই না তোমার মুখের মিঠে কিম্বা ঝালুম।

মন্তব্য করুন