Skip to content

হারিয়ে যাওয়া – সুবীর ভট্টাচার্য্য

কত কিছু হারিয়ে যায়,
কত ঘন্টা কেটে যায় খুঁজে খুঁজে,
তাও এরই মাঝে-
অনেকটা মুল‍্যবান সময়ও হারিয়ে যায়।

কত মানুষ হারিয়ে যায়,
অনন্ত কালের পথে,
মানুষগুলো আর আসে না ফিরে
স্মৃতিগুলোও সময়ের সাথে আবঝা হয়ে যায়।

একটা মন যখন হারিয়ে যায়,
নীল আকাশের দিগন্ত পেরিয়ে,
পাগলা গারদের আড়ালে-
দুঃখ গুলোও একই সাথে হারিয়ে যায়।

সূর্যমূখী রাস্তাগুলো যখন হারিয়ে যায়,
কোনও কোনও জীবনে,
তারপর থেকে, সারাটা জীবন ঘোরে, একই বৃত্তে,
এভাবেই কখন যেন ঘোরাটাও, বন্ধ হয়ে যায়।

পারস্পরিক বিশ্বাস যখন হারিয়ে যায়,
দুটি মানুষের জীবন, একই ছাতের নিচে,
সুখে থাকার, অভিনয় করেই বেঁচে থাকে,
অথবা কখনও কখনও বিচ্ছিন্ন হয়ে বেঁচে যায়।

মন্তব্য করুন