Skip to content

” হলের দিন গুলি তে প্রেম “

দিনগুলো তো এমন হলে ক্ষতি ছিল না …
এই ধরো …
দু’জনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি চারুকলার ছাত্র আর তুমি …আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রী ।
৩য় বর্ষে মাত্র গড়াগড়ি ..
অন্য দশ Couple এর মতো আমাদের শুরু টাও
টি.এস.সি কিংবা ক্যেফেটোরিয়ার আলোআধাঁরের সন্ধ্যার শেষটাতে ।।
শুধু এক যুগল অক্ষির আলাপচারিতাই ..

তারপর হঠাৎ কোন এক রাতের আউটিং এ-
বিশ্ববিদ্যালয়ের প্রশস্থ কোনো রাস্তায় হলদে সোডিয়াম লাইট এর নিছে একসাথে হওয়া ।।এইতো…
তোমার যখন হল ছেড়ে সপ্তাহ খানেক
বাড়ি যেতে হতো তখন ঐ রমনার লেকের ধারে বসে একলা বাদাম চিবাতাম …
লেকের আধ-স্বচ্চ জলের দিকে আনমনা হয়ে তোমার প্রতিটি কথা ভাবতাম ।
খুব যখন মন খারাপ হতো –
তোমায় ফোন দিয়ে খুব করে বলতাম-“খুব দেখতে ইচ্ছে করছে” ।
তুমি বলার দেরী –
চোখে যত্ন নিয়ে কাজল,কপালে একটা টিপ,হাতে ডজন খানেক চুড়ি,তোমার জন্মদিনে গিফ্ট করা
নীল শাড়ীটা পড়েই মিনিট ৩০ এর মধ্যে দেখতাম সামনে এসে হাজির ….

শাড়ী পড়লেই নারীরা অপ্সরী হয়ে যায় ।
আর তুমিতো তুমি – এজন্যই অনেক ভালোবাসি ।
প্রথম দু’বার ফোন দিয়ে যে অবজারবেশন হলো তা পরের দিনগুলোতে আর ভুলায়নি
একটা টকটকে লাল গোলাপ হাতে তোমার জন্য অপেক্ষার প্রহর গুণতে ।
তুমি যে দিন লাল শাড়ী পড়ে আসতে সেদিন তো
আমার হাতের ঐ টকটকে গোলাপ টাও তোমার লাবণ্য আর ঐশর্যের কাছে হার মানতো ।
আর – আমি ?
আমিতো সেই প্রথম দিন থেকেই হারিয়েছি তোমার মাঝে…

‪#‎হলের_দিনগুলি‬তে
#লিখা : কামরুল হাসান চৌধুরী

https://www.facebook.com/kamrul.romeo/
https://www.instagram.com/kamrulromeo/

মন্তব্য করুন