Skip to content

হতে হবে কবি – মোঃ হেলাল খান চাঁদ

নিঝুম রাতে ঘুম ভেঙ্গে যাই
হতে হবে কবি,
লিখার সময় সব ভুলেযাই
হাইরে কিযে করি।

তবুও আমার মনের আশা
হতে হবে কবি,
এসব কথা ভাবি আমি
সারা রাএ জাগি।

মনের আশা মনে নিয়ে
পুকুর পাড়ে বসে,
দুঃখ মনে তাইতো আমি
আছি কবির বেসে।

কমোল হার্টে সাহস এনে
চুপি শরে ঘরের কনে,
লিখে হবো এবার কবি
তাকিয়ে দেখি দোয়াত খালি।

মন্তব্য করুন