Skip to content

হতাশার জীবন কবি

মাগো রাত পোহাবে কবে?
কখন দেখবো ভোরের আলো?
নিদ্রাহীন চোখে অন্ধকার
দেখতে আর ভালো লাগে না ।
একটু ক্ষুদ্র আলো চোখে পড়লেই
বুকে আশা জাগে,
মাগো উঠো ভোর হল,
চোখ দু’টো বড় করে তাকালে
আবার অন্ধকারের ঝাপটায়
নিরাশার জাল বোনে।
ফিরিয়ে দেয় নিদ্রাহীন জগতে
বারবার হতাশা নিয়ে ফিরি
মাগো তোমারই আচলে।

মন্তব্য করুন