Skip to content

হঠাৎ একটা ছেলেকে দেখলাম পাথর ভাঙতে – প্রসূন গোস্বামী

অসম্ভবের স্বাদ নিয়েই বাঁচা যায়, জানি।

পাথরের বুকে ছেলেটার হাতুড়ি পড়লো, একবার, দুইবার, তিনবার…
কিন্তু পাথর অটল, শুধু চিকন ফাটল।
ছেলেটা হাঁপিয়ে উঠলো, ঘামে ভিজে গেলো।
তখনই পাথরের ফাটল দিয়ে একটা সাদা তরল পদার্থ বের হতে লাগলো।
নরম, ঝরঝরে, মিষ্টি গন্ধে ভরা।
ছেলেটা চমকে উঠলো। কখনো এমন দেখেনি সে।
হাত বাড়িয়ে আঙুলের ডগায় একটু নিল, জিভে পরখ করল।
মিষ্টি, ঠান্ডা, অদ্ভুত স্বাদ।
আরও নিতে গেলো ছেলেটা।
হঠাৎ একটা বুড়ি এসে চিৎকার করে উঠল, “কি করছিস? থাম!”
ছেলেটা থমকে গেলো।
“এটা মানুষের দুঃখ,” বুড়ি বললো, “তুই ভাঙলি কেন?”
ছেলেটা চোখ কুঁচকে ফেললো। “কিন্তু এত মিষ্টি! এত সুন্দর!”
“মিষ্টি? সুন্দর?” বুড়ি হতাশ হয়ে বলল, “কিন্তু কী হবে জানিস? এখন এই দুঃখ সব জায়গায় ছড়িয়ে পড়বে।”

একটা ভাঙা পাথরের দুঃখ কতটা দূর ছড়িয়ে পড়তে পারে?

মন্তব্য করুন