Skip to content

হঠাৎ অনুভব – নাশিদ ববি

কবি সময় পেলেই লিখতে বসে
খোলা জানালা দিয়ে আকাশ দেখে
কিংবা রাতের রূপোলী চাঁদ আর তারাভরা রাত
হাসনাহেনার সৌরভে মেতে থাকা
সেই কবে কার কবি
সিগারেটের ধোঁয়া ভরে থাকত সারা ঘরময়
পাশের বাড়ির ছাদ থেকে দেখা যেত
কবি লিখছে আর লিখছে
কবিতার লেখনীতে যে শব্দের ভাণ্ডারের স্বাদ পেয়েছিলাম
আজও ভুলিনি কিন্তু
লেখার প্রতি ঝোঁক শুধুই কবির থাকে
উদাসী সেই কবি আজ নেই
হারিয়ে গেছে অন্য কোন এক জগতে
সকালের চায়ের কাপে চুমুক দিতেই হঠাৎ অনুভব হল
হয়তো সে ভীষণ ভালোবাসত !

মন্তব্য করুন