Skip to content

স্মৃতি

সে ছিল এক ঝরা পাতা,
ছেঁড়া মলাট বন্ধ খাতা,
ফেরালে দিন পুরোনো হয় কই?

অন্ধকারে একলা থাকা,
রোমন্থনের সাঁতার কাটা,
গভীর এক সমুদ্র থৈ থৈ।

দুঃখ আছে নিজের সাথে,
বয়স থাকে ফোকলা দাঁতে,
ভাবছে, কবে কুড়োবে সেই খই।

সে তো তখন নিজের হাতে
ফিরিয়ে দেবে তোমার পাতে,
যে দিন তোমার গিয়েছে থৈ থৈ।

সে তো তোমায় ভিজিয়ে দেওয়া এক পশলা
বৃষ্টি দিনের সই।

মন্তব্য করুন