Skip to content

স্মৃতি হীন সুখ

বৃষ্টি ভেজা ক্লান্ত শরীরে চায়ের কাপে চুমু খাওয়ার স্বাদ যে পেয়েছিলাম চৌরাস্তা মুড়ে সে স্বাদ টা আমি আজও চাই, প্রতি বর্ষাতে আমি যাই সে যে আর নাই।
বৃষ্টি তে নাকি রোমান্টিক নামে,তাকে ছুঁতে যে হাত বাড়ায়। আমি কারো হতে চাই, সে যাত্রায় আমার কেউ নাই।
আড়ালে থাকা সূর্য যখন মুচকি হেসে আমায় বলে,রোমাঞ্চকর সময় কেন বার বার পালিয়ে বেড়ায়?
তখন লজ্জায় আমি টিনের নিচে চায়ের বাটিতে চুমু খাই। আগের স্বাদটা যখন না পাই তখন চিনি কম হওয়ার অভিযোগ করা চিঠি টা বালকের কাছে যাই।
তখন সে চিল্লাই বলে আমার নাকি রোমান্টিকতা নাই।
বৃষ্টিতে সর্দি নামার ভয়টা যখন থেকে লালন করা হয় তখন থেকে মনে লাগে বড় হয়ে যাওয়ার ভয়।
গোধূলি উপভোগ করার সময় মানুষ বলে আমি নাকি নিরব থাকার উপন্যাস নয়।

বর্ষা এলে মুচে যাবে সব সব কিছু।
খালি কেন মনে থাকে চায়ের কাপে দেওয়া চুমু?

মো. তানজিমুল আলম

মন্তব্য করুন