Skip to content

স্মৃতি -তূর্য অমিত

নবকিরনে গগনে উঠিছে রবি, গাহিছে পাখি গান ৷
দূর বনসাই বাতাসে দুলিছে, হাওয়ারই কলতান ৷
আজি প্রভাতে, তোমারে হেরিতে প্রিয়ে !
সে ঘাটে বসেছি নোঙর ভিড়িয়ে ৷
প্রতি ক্ষনে ক্ষনে কানেতে বাজিছে নূপুরের নিক্কন ৷
আজি এ পথে ফিরিবে, রাঙা বেনী বাঁধিবে,
জলকেলি সিন্চনে ভরিবে নাওর মন ৷৷
বেলা যে বহিয়া যায়!
হাতের কাকনে বাধিয়া মরিবো, অচিন দূরের গায় ৷
কেমনে ফিরিবো, সন্ধে ঘনায় অমানিশার রাত ৷
কত কহিয়াছো এমনই থাকো করো নাকো কভু বাত ৷
তোমারই চোখেতে বাদল তরজে , শাওন গরজে মনে ৷
কুহুকুহু আজি ডাকিছে পাখি দূরের ঝাউয়ের বনে ৷
কুহেলিকা আজি ঘিরেছে আমায়, ফিরেছে চারিধার ৷
দুচোখে তবু বারেক ভাসে, স্মৃতির অন্ধকার ৷

মন্তব্য করুন