Skip to content

স্মৃতিতে তুমি – কল্লোল সরকার

উছলে পড়া জ্যোৎস্না রাতে
কোমল কান্নায় একেলা।
পনে পড়লো,
মনে পড়লো রেশমের নীড়ে দীর্ঘ শীত নিদ্রায়।
মধু মূলে শীতল রক্ত উন্মুক্ত
তুমি চাওনি,
তুমি চাওনি বলেই ঝরছে নয়ন ঝরণা।
তুমি চাওনি বলেই বেদনার গুঞ্জনা
কেঁদেছে সুরে সুরে অচিন চন্দনা।
দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছি পৃথিবীর বুকে
আত্মহত্যা করতে গিয়েও ঠাঁই দাঁড়িয়ে থাকছি।
তুমি আমার কাছেই ফিরে আসবে!
সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবে।
দেখবে,
তুমি দেখবে আমি দাঁড়িয়েই আছি আধফোঁটা লালগোলাপ হাতে।
তুমি জানোনা?
বিষাদ ভোরে এলোমেলো সুরে ডাকছি তোমাকে!
নিজের সাথে কথা বলে এভাবেই রাত কাটে।
আমি ভালো নেই!
ভালোবাসার প্রয়োজনে অশান্ত সমুদ্রে রক্ত ওঠে নামে আশ্চর্য ভাবে,
জ্বলি পুড়ি নিজেকে শীতল করি!
যন্ত্রনায় বাঘের মতো চিৎকার করি।
ঘুম ভেঙ্গে গেল!
ভোরের সোনালী আলোয় দেখি বালিশে শুকনো কান্নার দাগ
হীরকের মতো জমাট বেঁধে,
বিবর্ণ নীল হয়ে আছে।
হাহাকারময় প্রতিটি দিনে আমার স্মৃতিতে তুমি মিশে আছো
আকন্ঠ বিষে আমাকে রক্তাত্ব করো।
তুমিও হৃদয়ের গভীর মসৃণ স্বরে জিজ্ঞেস করো!
কেমন আছো প্রিয়?
আমি নির্লজ্জের মতো চিৎকার করে বলি।
ভালো নেই,
আমি ভালো নেই তোমাকে ছাড়া।

মন্তব্য করুন