Skip to content

স্মরণিকা~ তমাল দাশ

কিছু অবেলার রোদ পড়ে আছে সবুজ ঘাসে
কিছু গল্পের শেষটুকু আছে অমলতাসে
কিছু সন্ধের শরীর তারায় সালংকরা
কিছু অভিমান জন্ম নিয়েছে ফাগুন মাসে

আমাদের পাশে ছিল বরাবর একলা কোপাই
পকেট হাতড়ে কিছু ইতিহাস আজও খুঁজে পাই

কিছু বিকেলের কানে লেগে আছে মাদলের সুর
কিছু গোপনীয় কথা জানে শুধু ছুটির দুপুর
কিছু সন্ধের শরীরে মেঘের বারুদ ভরা
কিছু অভিমান ভাসিয়ে দিয়েছে অনেকটা দূর

আমাদের পাশে ছিল বরাবর সোনাঝুরি বন
আমাদের বুকে বাসা বেঁধেছিল রাখালিয়া মন

কিছু নির্জনে কাঠগোলাপের পাড়ায় পাড়ায়
কিছু গল্পের শেষটুকু এসে বাক্য হারায়
কিছু সন্ধের মুখে বন্ধুর দুহাত ধরা
কিছু ভালোবাসা রুপোলি আলোয় সামনে দাঁড়ায়

আমাদের পাশে ছিল বরাবর হলুদ পাখি
কিছু ইতিহাস জীবনের ভাঁজে বাঁচিয়ে রাখি

কিছু পরিচিত মুখ পড়ে আছে সবুজ ঘাসে
কিছু গল্পের শেষটুকু আছে লাল পলাশে
কিছু সন্ধের শরীরে আলোর নকশা করা
কিছু অভিমান ঘুরে ফিরে আসে ফাগুন মাসে

মন্তব্য করুন