Skip to content

স্বৈরতন্ত্রের স্কুলে গিয়ে- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্বৈরতন্ত্রের স্কুলে গিয়ে
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৮-২০২৩ ইং
*********************
গণতন্ত্রের ধ্বনি তুলে হচ্ছে পুকুর চুরি,
স্বৈরতন্ত্রের স্কুলে গিয়ে অংকে ভুল করি।
বন্দুক নলে চেয়ারে বসে বয়ষ এখন ষোল.
ভুঁতের মুখে রাম রাম কান্ডটা কি হলো !
গণতন্ত্র, গণতন্ত্র, স্বৈরাচারের তরে
এদিক দিয়ে আমজনতা অনল শিখায় পুড়ে।
কিসব কথা বলছো তুমি স্বাধীন দেশটাকে,
ক্ষমতা লোভে স্বৈরতন্ত্র তোমার পাশে থাকে।
দেখছি আমি দেশদ্রোহীরা বন্দুক নলে চলো।
দেখছি আমি আলোর নীচে পূর্ণ্ সে কালো
স্বৈরতন্ত্রের স্কুলে গিয়ে অংকে ভুল করি,
এদিক দিয়ে আমজনতা তারই কবিতা পড়ি।
পুড়িয়ে দিলো দেশটা আমার, পুড়িয়ে দিলো চোখ,
রক্তে পাওয়া স্বাধীনতা গণতন্ত্রের হউক।
————————————–

মন্তব্য করুন