Skip to content

স্বীকৃতি — নজরুল ইসলাম খান

স্বীকৃতি
———–
————–নজরুল ইসলাম

তুমি বললে, আমি যেন কবিতা লিখি ।
আমি অনেক গুলো কবিতা লিখলাম ।
একটি কবিতার বইও কেউ কিনলো না আমার ।
আমি বইগুলো এমনিতেই দিয়ে দিলাম পরিচিতদের।
একটি পাতাও কেউ উল্টালো না,
করলো না কোন মন্তব্য ।

তুমি আবার বললে আমায় গান গাইতে ।
আমি সকাল- সন্ধা গলা সেধে সেধে ঠিক করলাম গান।
একটি এ্যালবামও আমার বাজলো না কোথাও ।
কেউ বললো না সুন্দর গেয়েছো তো!
কারো মনে এতটুকু কাটলো না দাগ ।

ছবি আঁকতেও বললে আমায় ।
আমি রাত দিন তুলি নিয়ে বসে বসে ছবি আঁকলাম,
ক্যানভাসের পর ক্যানভাসে।
লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনা লিসা অবয়বে ।
কোন আর্ট গ্যালারিতে আমার ছবির হলো না ঠাই ।
কেউ করলো না আমার প্রশংসা ।
দিল না কেউ আমায় স্বীকৃতি ।

তোমার ভালোবাসা পাবার জন্য আর কত কী করতে হবে আমায় অনুপমা ?
আর কত যজ্ঞের আয়োজন করলে , তুমি বলবে আমি ভালোবাসি তোমায় ।

তুমি মিষ্টি হেসে বললে আমায় , কেউ কবিতা পড়েনি তো কী হয়েছে ?
আমি তো পড়েছি তোমার সবগুলো কবিতা ।
শুনেছি তোমার সব গান।
আমার হৃদয়ের গ্যালারীতে সাজিয়ে রেখেছি তোমার একটির পর একটি ছবি ।
শোন তবে স্বীকৃতি , ভালোবাসি , ভালোবাসি ।
আমি অনেক তোমায় ভালোবাসি ।
১৮/১১/২০২১
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন