Skip to content

স্বার্থের দুনিয়া বিকাশ চন্দ্র মণ্ডল

চাই সুঠাম শরীর নীরোগ দেহ
জগৎ সংসারে যেন আপন নয় কেহ।
নিজের কাজ নিজেকেই করতে হবে
নইলে তোমাকে আত্মঘাতী হয়ে মরতে হবে।
সংসারে উজাড় করে দিতে পারলে
তুমি হবে দেবতুল্য সবার ভালো।
স্বার্থের দুনিয়ায় স্বার্থসিদ্ধি হলেই কাটতে চায়
প্রকৃত অর্থে তা ভালোবাসা নয় অভিনয়।
ওরাই তোমায় প্রশ্নবাণে জর্জরিত করবে
যাদের জন্য তুমি ভালো কিছু কাজ করবে।
শত দোষে দুষ্ট স্বয়ং দয়ার সাগর বিদ্যাসাগর
বলে গেছেন তুমি কারও উপকার করেছো ?
তাহলে তোমাকে তো গালমন্দ শুনতেই হবে।
বোঝা বওয়ার ক্ষমতা তোমার চাই-ই চাই
মাথায় বোঝা তোমাকে বইতেই হবে ভাই।

মন্তব্য করুন