Skip to content

স্বার্থপর – সুতপা মণ্ডল

এই দুনিয়ায় মানুষগুলো
খুব স্বার্থপর,
পরকে এরা আপন করে
আর আপন কে পর।
পরের কাছে ভালো সেজে
থাকে মুখোশ পরে,
আপনদের কষ্ট দিয়ে
নিজেকে সুখী করে।
নিজের সুখ ছাড়া এরা
কিছুই ভাবে না,
আপন, পর কাউকেই কখনো
ভালোবাসে না।
নিজের স্বার্থের সময়
পরকে আপন করে,
স্বার্থ ফুরিয়ে গেলে
যায় দূরে সরে।
এই মানুষগুলোই হল
মনুষ্যত্বহীন,
স্বার্থ নিয়েই বেঁচে থাকে
এরা চিরদিন।

মন্তব্য করুন