Skip to content

স্বামী স্ত্রী প্রভুর দান -ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো

স্বামী স্ত্রী প্রভুর দান
ছিন্ন করো কেন?
কেউ কাউকে ছাড় দিলে কি
জাতটা যাবে হেন?
ভালোবাসায় আছে শান্তি
বাপ-মা দেখে জানো
কেউ কাউকে ছাড় দিলে কি
জাতটা যাবে হেন?
স্বামী স্ত্রী প্রভুর দান
ছিন্ন করো কেন?

প্রভুর দয়া জ্যান্ত কূপে
পিতার মণি রসে
এলে ভবের ক্ষণ স্বর্গে
থাকতে মায়া কষে।
দাদা দাদীর দেখে শেখো
ভালোবাসার বশে
কেউ কাউকে ছাড় দিলে কি
জাতটা যাবে হেন?
স্বামী স্ত্রী প্রভুর দান
ছিন্ন করো কেন?

মানব জাতি সৃষ্টি সেরা
মনে কি নাই ওরে,
মানুষ হয়ে মানুষ ভজো
প্রভুকে যাও স্মরে।
বাঘাবারোর নাই তো খোঁজ
ভালো বাসার তরে
কেউ কাউকে ছাড় দিলে কি
জাতটা যাবে হেন?
স্বামী স্ত্রী প্রভুর দান
ছিন্ন করো কেন?

রাগলে স্বামী স্ত্রী ভাঙ্গো
হেসে স্বামীর রাগ
স্ত্রী রাগলে স্বামী ভাঙ্গো
স্ত্রীর রাগ বাগ।
আপন লোক রাগ করলে
ভুলো মনের দাগ
কেউ কাউকে ছাড় দিলে কি
জাতটা যাবে হেন?
স্বামী স্ত্রী প্রভুর দান
ছিন্ন করো কেন?

সাফি উল্লাহ হবার প্রেম
আরশে হয় বিয়ে
তাদের সেই ভালোবাসায়
মওলা বিয়ে দিয়ে
জুটি বাঁধল তাদের মনে
সফির হাড় নিয়ে
কেউ কাউকে ছাড় দিলে কি
জাতটা যাবে হেন?
স্বামী স্ত্রী প্রভুর দান
ছিন্ন করো কেন?

জানো কি জানো রবের কথা
বাপ-মা রব পরে
বাবা-মায়ের পরে স্বামী যে
স্ত্রীর তরে ওরে
স্ত্রী আপন স্বামী জানিও
শাস্ত্রে আছে ভরে।
কেউ কাউকে ছাড় দিলে কি
জাতটা যাবে হেন?
স্বামী স্ত্রী প্রভুর দান
ছিন্ন করো কেন?

স্বামী যেমন বাইরে ঘুরে
স্ত্রীর মনও চায়
ভালো স্বামীই বৌ কে নিয়ে
হেফাজতেই যায়
ভালো স্ত্রীও স্বামীর মন
রক্ষা করে হায়।
কেউ কাউকে ছাড় দিলে কি
জাতটা যাবে হেন?
স্বামী স্ত্রী প্রভুর দান
ছিন্ন করো কেন?

মন্তব্য করুন