Skip to content

স্বাধীনতার ডাক-ইকবাল বিন সুলতান

মার্চ মাসেরই পঁচিশ তারিখ,
রাত্রি বেলায় আধাঁর কালোয়!
পাক-হায়নারা যত্রতত্র ফোটালো বাঁজি,
ভাসছে শহর রক্ত ধুলোয়।

এর আগেতে মিটিং হলো! পিটিং হলো!
লাভ হলো না তাতে।
সত্যিকারের রূপটি তাদের দেখলো,
বাঙ্গালী পঁচিশ তারিখ রাতে।

কোথায় আছে মোদের কবি!
কোথায় গেছে মহাবীর?
ছাব্বিশ তারিখ প্রথম প্রহর,
কে যে ডাকে? থেকে ঐ কর্নফূলীর তীর।

নিশ্চয়ই, চোখে তাঁর স্বাধীনতা,
বুকে ভরা সাহস ছিলো।
নব্য দেশের রাষ্ট্রপ্রধান হয়ে,
স্বাধীনতার ঘোষণা দিলো।

একে একে শুনলো সবাই,
মহাকাব্য বললো তিনি।
মোরা যে এক বীর বাঙ্গালী,
এই নিয়ে শুনালো তাঁর অমর বাণী।

সকল দেশের স্বীকৃতি চাই,
রইলো না আর কিছু বাকি।
ভাষা চাই, সংস্কৃতি চাই, চাই স্বাধীনতা।
তাই মোরা আজ, তাড়াবো পাকি।

হলাম মোরা বীর বাঙ্গালী,
শরিয়ত আর তিতুমীরের বংশধর।
জানুক বিশ্ব বলছি আমি,
এটাই হলো স্বাধীনতার প্রথম প্রহর।

ওরে কোথায় তোরা বীর বাঙ্গালী?
একটু তোরা জাগ।
বলছি আমি মেজর জিয়া,
দিচ্ছি স্বাধীনতার ডাক।

মন্তব্য করুন