Skip to content

স্বর্গীয় প্রেম – নজরুল ইসলাম খান

স্বর্গীয় প্রেম
————–
———-নজরুল ইসলাম

আমি থাকি মাটির পৃথিবীতে,
তুমি থাক দ্যুলোকে ।
আমাদের দেখা হবে ,
আকাশের দুর সীমায় নিঃসীম আালোকে ।
পারমিতা, তোমার আমার কথা জানবে না
পৃথিবীর কোন লোকে।
জীবন চলে গেছে আমাদের হাসি কান্না আনন্দে,
সময় করেছি পার ঘন্টা মিনিট সেকেন্ডে ।
শৈশব কেটে গেছে বুঝে না বুঝে ,
যৌবন গেছে অর্থের খোঁজে ।
বয়স শেষে নিটোল শরীর আজ হয়েছে অসার ।
ফুরসত পাইনি , তোমার সাথে ভালো করে
দু’ দ্ন্ড কথা বলার ।
সব কাজ সেরে , এখন অবসর হয়েছে বসার ,
তোমার সাথে একান্তে আমার ।
আমাদের প্রেম নয় পৃথিবীর কোন জৈবিক চাহিদার ,
নয় কামনা বাসনার ।
আঁখিতে আঁখি দিয়ে ,
অপরূপ সুধা পিয়ে,
(স্বর্গীয় আবেশে) থাকব বসে শুধু অনন্তকাল ।
পিছনে পড়ে রবে জীবনের জঞ্জাল ।

০৮/১১/২০২১
টুটপাড়া, খুলনা

মন্তব্য করুন