Skip to content

অন্তর কোণে যদি প্রভূর ওই ভাষা,

আল-কোরআন হয় জীবনের ভালবাসা

তবেই করো মুক্তির আশা।

মুমিন হৃদয় যেন নতশির প্রভূ তরে,

গোলাম হয়ে রয় এই নশ্বরে-

কোরআন সুন্নাহ’র অধর আলোকে

নবীজির উম্মত হয়ে মুসাফির ভূ-লোকে।

আরশে আযীমের করুণা রহমে,

বিজয়ের তরঙ্গ উঠে অধরা নিয়মে।

সাফায়েত আসবে নিমিষে আখেরে,

গোলাম যদি হও নতশির অন্তরে-

কোরআন সুন্নাহ ’র যদি হয় দেখা।

হাশরের সীমানায় রবে মুক্তি লেখা

দু’টি আলোয় মুক্তির মধুর মিলন

ওই অনন্ত বিচারে স্বর্গিয় রসায়ন।

————————————

মন্তব্য করুন