Skip to content

স্বরবর্ণের নতুন ছড়া

অ-য় অলি ফোটায় মুখে হূল
আ-য় আমগাছে ভরে মুকুল
হ্রস্ব-ইতে ইঁদুর করে বড়োই ক্ষতি
দীর্ঘ-ঈতে ঈগল পাখির ওড়ার গতি
হ্রস্ব-উতে উটকে বলে মরুজাহাজ
দীর্ঘ-ঊ-তে ঊষার রংটি দেখো আজ
ঋ-তে ঋতুর রাজা বসন্ত
এ-তে এক্কাগাড়ি চলন্ত
ঐ-তে ঐশানকে দুর্গা কয়
ও-য় ওষ্ঠ উপরের ঠোঁট হয়
ঔ-তে ঔষধ নিতে ডাক্তারখানা
স্বরবর্ণের নতুন ছড়া , শিখে নাও না ।

মন্তব্য করুন