Skip to content

“স্বরনীয় বরণীয় “

” স্বরনীয় বরণীয় ”
জেবুন্নেছা জেবু #
১৯২০ সালের ১৭ ই মার্চ ফরিদপুরে
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার এক গ্রামে,
জন্মেছিলো বজ্রকণ্ঠি অসাধারন এক ছেলে ,
দল মতের বহুউর্ধে নিরপেক্ষ অনন্য তিনি
সাহসী সন্তান হাজার বছরের শ্রেষ্ট বাঙালী ।

শেখ লৎফুর রহমান ছিলেন তাহার পিতা
মোসাম্মৎ সায়রা বেগম তাহার গর্বিত মাতা ,
আদর করে তাহারা ডাকিতেন “খোকা”
তাহার স্ত্রী মহীয়সী এক নারী ফজিলাতুন্নেসা।

তাহার জন্মদিনে জানাই শ্রদ্ধা ও সম্মান
তিনিই জাতির নেতা শেখ মুজিবর রহমান ,
সার্থক তাহার জন্মখানি বীর বাঙালী
তাহারই কন্যা শেখ হাসিনা যোগ্য উত্তরসুরী।

বাঙালি পেয়েছিলো এক মহান নেতা
তাহারই ডাকে নেতৃত্বে মিলেছে স্বাধীনতা ,
দেশটা ছিলো বঙ্গবন্ধুর ভালবাসা আর প্রাণ
মহান নেতার জন্ম দিনে জানাই কোটি সম্মান।

অতি সম্মানে পালিত হয় তাহার জন্মদিন
সর্বশ্রেণীর বাঙালির ভালবাসায় সিক্ত এ দিন,
তাহার আত্মার মাগফিরাতের কামনায়
দোয়া মাহফিল হয় সর্বত্রই সমগ্র বাংলায়॥❤

1 thought on ““স্বরনীয় বরণীয় “”

মন্তব্য করুন