Skip to content

স্বপ্ন কমল মাইতি

সুখেও স্বপ্ন দুঃখেও স্বপ্ন
স্বপ্নের নাহি শেষ
স্বপ্নের জালে জড়ানো মোরা
স্বপ্নের এই দেশ।
যার চোখে যে রঙের চশমা
তেমন দেখে দেশটা
ভালো-মন্দ এখন নীতিকথা
টাকার বশ মনটা।
মানুষ এখন মান ভুলেছে
হুঁশ রেখেছে লাভে
এদিক সেদিক বেহুঁশ হলে
আটকে যাবে ফাঁদে।
কার জন্য কাঁদছে কেবা
তলিয়ে দেখি হৃদি
মরা মানুষ বাঁচে কি আর
স্বপ্নে বাঁচে যদি!

মন্তব্য করুন