Skip to content

স্বপ্ন আছে,স্বপ্ন নেই ।। কামরুল হেলাল

স্বপ্ন আছে,স্বপ্ন নেই
===============
জানালার কার্ণিশে তৃণ‌-দেহলতা
আদিম অদ‌ম্যে বে‌ড়ে উঠে কর্কশ রো‌দে,
লিক‌লি‌কে জি‌বে আকাশ ছোঁবে কখনও,
স্ব‌প্নে স্ব‌প্নে বি‌ভোর;

স্বপ্নেরও প্রাণ থা‌কে,‌বেঁ‌চে থা‌কে
প্রকৃ‌তির পি‌ঠে খে‌লে‌মে‌ল‌ে
‌পের‌োয় শৈশব কৈ‌শোর……

ম‌া‌টির কৃ‌ত্তিম উর্ব‌র-উদর ফুঁ‌ড়ে
হাইব্রীড তৃণ-লতা-পাতা-ফল
শহু‌রে চেইনশ‌পে সব‌জির ক‌ফি‌নে কাঁ‌দে,

স্বপ্নরা থুব‌রে প‌ড়ে থা‌কে খামা‌রে
কীটনাশ‌কের গ‌ন্ধে;

স্বপ্নরা প্রা‌ণের অনুষ‌ঙ্গে সত্য
স্বপ্নরা স‌ত্যের অনুঘা‌তে নিষ্প্রাণ।

মন্তব্য করুন