Skip to content

স্বপ্নভূক আমি – কল্লোল সরকার

ফিরে যাবো
হতাশায় ক্লান্ত মুখ ঢেকে,
সিংহদ্বার থেকে ফিরে যাবো।
বৈশাখী ঝড়েও অগ্নিদগ্ধ আমি উদাসীন
সর্বক্ষণ ধেয়ে আসে,
মৃত প্রজাতি সর্বক্ষণ আমাকে শোঁকে।
একটা রুদ্ধশ্বাস,
একটা রুদ্ধশ্বাস আমার চৌদিকে ঘোরে
আর আমি?
আর আমি তখন বিভোর হয়ে আশ্রয় খুঁজি বনবাদাড়ে।
মনোকষ্টে চেয়ে থাকি,
বারংবার নিজেই নিজেকে রক্তাক্ত করেছি!
তবুও,
শেষ বিদায়ের দূর যাত্রায় ব্যার্থ হয়েছি।
দৃষ্টি থেকে মুছে গেছে ভবিষ্যতের ছবি
ঘোলাটে চোখে ধুঁকছি!
তবুও,
তবুও রঙিন স্বপ্নে প্রেয়সী কে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি।
বিষন্নতায় কামড়ে আমি জ্বরাক্রান্ত!
পাকদন্ডী বেয়ে প্রলাপ বকি,
ক্রীতদাসের মতো কড়া নাড়ি।
স্বপ্নভূক আমি পরাক্রান্ত
অন্তরালে ঘ্রান নিতে নিতে,
একাকিত্বের অস্তিত্বে বিদায়ী শ্লোকের বিচ্ছুরণ।
প্রেয়সীর সান্নিধ্য লেহন করছে আমার স্মৃতির ঝোপঝাড়ে!
অন্ধকার টেনে ধরছে,
উল্লোল বাজারি শব্দে আমি দিকভ্রান্ত।
মাটির শরীরে করুন বেদনার জল
তুচ্ছতার জঞ্জাল পুড়িয়ে দিন কাটে বেশ নির্দ্বিধায়।

মন্তব্য করুন