Skip to content

স্ফুলিঙ্গ – সুপ্রিয় ঘোষ

স্পর্ধা যখন আকাশ ছোঁয়ার গন্ধ পায়,
দেওয়ালে পিঠ-ঠেকা অসহায়ত্ব, চায়
আগুন জ্বালাতে, প্রতিবাদের অনলে,
তখনই, জ্বলে ওঠে প্রকৃতি, দাবানলে।

ভাঙতে থাকে প্রতিশ্রুতির পাথর,
ভেঙে পড়ে, কালচেতনার স্তর;
বিকলাঙ্গ সময়ের অশুভ স্বরলিপি,
ছিঁড়ে কাটাকুটি হয়ে থাকে বিস্তর।

অকিঞ্চিৎ কিছু ছায়াপথ মুছে যায়,
সেই অকুতোভয় প্রতিবাদী ঝড়েতে,
প্রতারক মুখ, পারেনা নিজেকে লুকাতে,
সেই তেজস্ক্রিয় বিচ্ছুরণের হাওয়ায়।

তীব্র পোড়াগন্ধ টের পায়, দেখে সক্কলে,
কীভাবে জ্বলছে ঐ সকল ছদ্মবাস্তবতা !
জিঘাংসার বজ্রবিষাণে সে চিহ্নিত ধ্রুবতা
কীভাবে পোড়ায় আজ, তাদেরই কৌশলে।

ভেঙে পড়ে, ঘূণেধরা সমাজের মাস্তুল,
অজীর্ণ জৌলুশ আর জুলুমের হাতিয়ার;
স্পর্ধিত হাতই যেন, ভাঙতে প্রস্তুত সব ভুল,
আকাশকে ছোঁয়ার যে পেয়েছে অধিকার।

@ ,কলকাতা,
৩১/০৩/২০২৩

মন্তব্য করুন