Skip to content

স্তব্ধতা- কল্লোল সরকার

অন্তহীন স্তব্ধতা আমাকে কাঁদায়
আমাকে কাঁদায়,
বাঁধভাঙা প্রতিক্ষার টুং টাং উন্মীলন।
নেশাতুর ঘ্রাণে আমন্ত্রণে ছুটে গিয়ে
হারিয়ে ফেলি কন্ঠস্বর ভ্রান্তির গহ্বরে।
সামাজিক অত্যাচারে কষ্টেও মৃদু হেসে,
প্রশ্ন করি,
নিষ্পৃহ কেন আজ কাল?
একা ঘরে পরমায়ু খুঁজছি
প্রেয়সী কে জড়িয়ে অঝরে কেঁদেছি।
তবুও,
একরাশ যন্ত্রণা যেন আমাকে…
যন্ত্রণা!
ব্যার্থতায় অমানুষিক এক যন্ত্রণা।
ব্যার্থ প্রচেষ্টায় খুনি মস্তিষ্ক
বৃথা সান্তনায় খুন হয় মন।
হাহাকার ভেঁসে বেড়ায়,
অশান্ত মনে চিৎকার!
বারবার শোনা যায় চিৎকার।
চলেছি,
নীলিমার গা ঘেঁষে অনিমেষ পথে।
কেউ নেই!
নির্মম আবেশে সমাজ অস্পষ্ট।
নির্জন দিগন্তে কেউ নেই
তবে কি আমি…
শূন্য জীবন নিয়ে দিয়েছি পাড়ি?
শঙ্কিত শহরে উত্তপ্ত মরুভূমি
ভরসা পেলে অবলীলাক্রমে দেবো পাড়ি।
আমি ছেড়ে যেতে চাই!
আমি ডুবে যেতে চাই;
আমি ঝরে যেতে চাই।
যে ঝরার শব্দে,
নিয়ত জল ঝরে আমার জন্য তৈরি হবে ব্যাকুল। ইতিহাস

মন্তব্য করুন