Skip to content

স্টেশান মাস্টার — হীরক মুখোপাধ্যায়

শীতের রাত, কুয়াশা চিরে শেষ ট্রেন উধাও হলে,
ইস্টিশানের নাকের উপর জারুল গাছটা জেগে থাকে শুধু,
তখন তুমি গাছের ভিতরে পা ছড়িয়ে বসো,
আমি আহাম্মক পাতার পরিসংখ্যান লিখে রাখি,
তোমার সে বালাই নেই — সংসারে তেমন কাজ নেই,
অবকাশ আছে — বলেছিলে না,
অখণ্ড অবসর — তাই আসি তোমার কাছে l

কাচিৎ কখনো পাখি এসে বসে ওই গাছে,
বাতাস মাতিয়ে, সামান্য কোন পাখি তার,
ডানার মন্তব্য আর দীর্ঘশ্বাস নিয়ে বসে,
‘হ্যাঁ’, আমি তারও সমাচার পেয়েছি l

বলেছি –‘বেশ ঝাড়া হাত -পা আছ যা হোক !
আমার সমস্ত দিন অফুরন্ত কাজ,
লাল বাতি হলুদ, হলুদ থেকে সবুজ,
হুইসেল ফ্ল্যাগ, অবকাশ নেই,
তাই তোমাদের কাছে যেতে পারি না l

গতকাল এক বাউন্ডুলে পথিক এসেছিল,
সমস্ত দিন সে তোমাদের গল্প বলে গেল,
বলেছে – তুমিও ছুটি পাবে জীবনে হেমন্তের শেষে,
ছুটি -ছাটায় ভ্রমণে যেতে পারো, না হলে ভাত ঘুম,
আমার সমস্ত দিন অফুরন্ত কাজ,
লাল বাতি হলুদ, হলুদ থেকে সবুজ,
হুইসেল, ফ্ল্যাগ, অবকাশ নেই,
তাই তোমাদের হাতছানি দেখেও দেখি না l

মন্তব্য করুন