Skip to content

সোনালী আঁশ পাট – মোঃ রুহুল আমিন গাজী

সোনালী আঁশ সোনার দেশে
রোপণ মোরা করি,
সোনালী আঁশ চাষ করে তাই
দেশের হালটা ধরি।

সোনালী আঁশ চাষের জন্য
সেরা দেশের মাটি,
চাষির কাছে দেশের মাটি
সোনার চেয়ে খাঁটি।

পাট চাষে যে বেজায় খুশি
হাসি চাষির মুখে,
পাট চাষে তাই সফল হয়ে
দেশের চাষি সুখে।

পাটের হরেক রকম জিনিস
গাঁয়ের বধূ বানায়,
পাটের দড়ির নকশী দোলাই
নানান রঙে রাঙায়।

পাটের দড়ি অনেক মজবুত
নানান কাজে লাগে,
খেজুর গাছ যে কাটে গাছি
কোমর বাঁধে আগে।

পাট যে বাংলার গর্বিত শিল্প
বাচাই সবাই মিলে,
ফলবে চাষী সোনালী আঁশ
একটু নজর দিলে।

সোনালী আঁশ পাটের গৌরব
রাখবো সবাই ধরে,
অর্থের চাঙ্গা করবে আবার
রপ্তানি আয় করে।

পাটের পণ্য অনেক ভালো
দূষণ রোধে জানি,
পাটের শিল্প বাচাই আবার
পাটের পণ্য আনি।

হারানো ওই পাটের গৌরব
আবার আনি ফিরে,
পাটের তৈরি সব জিনিসেই
থাকবো মোরা ঘিরে।

মন্তব্য করুন