Skip to content

সোনার ধান -রবীন্দ্রনাথ দাস।

খুশী মনে চাষী দেখে ধান রাশি
হৃদয়ে ঝরিল গান,
বসে গাহে আলে ভালো দেখি ভালে
দেবতার কৃপা দান।

বীজ যতো পারা হয়ে ছিল সারা
হাসিতেছে আজ ক্ষেতে,
ওগো দয়াময় আর নাহি ভয়
খুশীতে আছি যে মেতে।

কাটি সোনা ধান বাড়ে যেনো মান
জমা হয় থরে থরে,
কাঁধে যতো ভরে লয়ে আসি ঘরে
বউ মুখে হাসি ঝরে।

রেখে মন খোলা ভরি ধানে গোলা
শ্রম ধন আসে ক্ষণে,
দুখ যাবে চলে কেহ যদি বলে
গাহি তব নাম মনে।

নব ধানে বাস ঘোরে চারি পাশ
আনন্দে গাই বসে,
পিঠে পুলি যতো খাবে খুশী মতো
নলেন গুড়ের রসে।

মন্তব্য করুন