Skip to content

এখনো সেই আশার দিন গুনি
যেই আশার স্বপ্ন বুঁনেছি এ বুকে
কই আশা তো আসে না
কি এমন ম্যাজিক দেখালে এ অন্তরে!
কতবার নিষেধ করেছি, কতবার বলেছি
এ আশা তোর নয়, এ আশা ভুলে গেছে
তুই তার অনুভূতি, তুই তার প্রবাহ !
এ প্রতী্ক্ষা যে অসীম দিগন্ত পেরিয়ে
কোন এক অজনা পথে, অধরা সীমান্তে
আশা হারিয়েছে আপন ঠিকানা-
সে আর ফিরবে না, সে আর আসবে না
তোর রাজ্যের সিংহাসনে
তুই যারে ভেবেছিস রাণী, সে এখন কল্পনা
শুধুই কল্পনা—
তুই এখন রাণীহীন রাজা -উম্মুক্ত পাখি
উড়ে যা দিগ দিগন্তে এখনো বহুপথ বাকী।
——————————————

মন্তব্য করুন