Skip to content

সেই বাসন্তী দিন – রীনা তালুকদার

১।
কত কত ভালোবাসার কথা
দিগন্তহীন চোখে মুখে
সীমাহীন আনন্দের ঢেউ তোলা নদী
যেতে যেতে পথের দিকে তাকিয়ে থাকা
যতদূর দেখা শেষ ছায়ামুর্তিও
যতদিন যায় কুয়াশা আবর্তিত চোখ।

২।
সেই বাসন্তী দিন কই
বসন্তের আবীর মাখা হোলি রাঙা বিকেল
সমস্ত আয়োজনে জীবনের যথার্থতা
ফুটে উঠত আদর জড়ানো একটি জমকালো সন্ধ্যায়
ম্লান হয়ে যায় প্রতিদিনের সান্ধ্য চায়ের আড্ডা।

৩।
এখনো ও মুখ দেখে ভুলে যাই
বেদনার নীল কোলাহল
চেনা জানা প্রকৃতি থেকে দূরে কোথাও …
সেই বাঁশীর সুর তাড়িত মন
হরষিত সারা বাগান জুড়ে গোলাপ, বেলির ঘ্রাণ
এখন জারুল ফুল দেখে দেখে
হলুদ দিনের গান শোনা।

৪।
আমাদের আনন্দের ঋণ থাক
সেই সব অপরাজিতার কাছে
যারা ফুটেছিলো তারুণ্যের উচ্ছাসে
চেয়ে চেয়ে দেখব অতীতের দিকে
যে দিন নড়বার সামর্থ হারাবো !

মন্তব্য করুন