Skip to content

সৃজন অনুপম – শুভশ্রী রায়

কামিনী না পুরুষ, কে যে ওঠে কাহার মাথায়!
কে যে কার কাহিনী লেখে ইতিহাসের পাতায়?
কেন কে যে বড়, কে ছোটো, কে বেশি মূল্যবান
মানবতার খাতিরে থেমে যাক হিসেব, অভিমান।

কেউ নয় বড়, না কেউ ছোটো, দু’ জনেই সমান
লিঙ্গ? সে তো প্রকৃতির ক্রোমোজোমের অবদান
লক্ষ্য করে দেখেছি, প্রকৃতির সব সৃজন অনুপম
নারী পুরুষ উভয় ভালো, ঈশ্বরের সৃষ্টি অমৃতসম।

মন্তব্য করুন