Skip to content

সুশ্রী – মুহাম্মদ তৌফিক হোসাইন আল তৌফিকী

তোমাকে লিখার ইচ্ছে ছিলো বড্ড বেশি।
তা আর সম্ভব হলো না তুমি হলে সুশ্রী!

জীবন তুমি পাল্টে দিবে যদি পেতে চাষি।
চাষীরা সবাই মিলে-মিশে কাজ করে কৃষি।
তাইতো সবাই থাকে তারা সদা হাসি-খুশি।
কথাখানা শুনে চাষা দিলো এবার কাশি।

উষসী বেলা সুশ্রী দেখে হৃদয় দিলো হাসি।
অন্তর-খানা জানান দিলো বড্ড ভালোবাসি..!
সুশ্রী যখন ঘোমটা খুলে দেখালো তাহার পেশি..!
ডাক্তার আপা রুগী আছে দেখানো যাবে কী..?
অন্তর-খানা জানান দিলো তোমায় বড্ড ভালোবাসি..!

মন্তব্য করুন