Skip to content

সুরা মাউন (মক্কী সুরা,আয়াত-৭,রুকু-১) মোহাঃ আসাদুজ্জামান আসাদ

রহিম নামে শুরু করি,তুমি যে মেহেরবান
দয়া কর বান্দার প্রতি তুমি যে রহমান ।

বিচার দিনকে মিথ্যা বলে, যারা হয়েছে ধন্য
তুমি দেখবে তারা সবাই জাহান্নামের জন্য
মাতা-পিতা সব হারিয়ে এতিম হল যারা
তারিয়ে দেয় ধাক্কা মেরে পাপাচার যে তারা।

দুঃখীজন কে দেয় না খাবার দেয় না কোন কিছু
প্রতি দিনে মিসকিনকে তাই ঘুরায় পিছু পিছু
নামাজ পড়ে কাজ হবে না ফিরিয়ে দিবে মুখে
হেলা-খেলায় পড়ে নামাজ আঘাত আসে বুকে।

লোক দেখানো কাজ করে সবার বড় ভাবে
কপাল দোষে তাই তো তারা জাহান্নামে রবে
গোডাউন ভরা মালা-মাল,নিত্য জিনিস পাতি
পরকালে তো পাপীর বিচার হবে বড় খ্যাতি।#

মন্তব্য করুন