Skip to content

সুন্দরের পিপাসা -রমেন মজুমদার

সুন্দরের পিপাসা
কলমে – রমেন মজুমদার
তারিখ- ২২/০৮/২৩

হৃদ জানে এর মানে,কোথা কি দরকার
তাই চকোরিণী কাঁদে,সুধা নিতে তাঁর(চাঁদ)
কি সুধা লভিলা চাঁদ;কোথা তার সৃষ্টি?
কি রূপ দানে মজে করিলা, শুভদৃষ্টি;-
তোমার রূপেতে মজে করি হিংসা আমি,
অর্ধদানে তৃপ্তি করো,হে মোর অন্তর্যামী।।

তুমি যে কত সুন্দর !– শোভবৃক্ষ ফুলে’..
এই কুলে ভাসে প্রাণ; নিতে গন্ধ মূলে;-
আমার প্রেয়সী কিম্বা প্রিয়; হও সংসারে,
চাঁদতুল্য রূপহেরি, সুদর্শনে; সুধা সর্বরে।
আমিতো চকোর হই;-তুমি চকোরিনী ;
চাঁদ-ফুল অমৃতরূপ; তব মাঝে গুনি ।।

ঈশ্বর দিয়েছেন রূপ নারীর যৌবনে–
চাঁদরূপ -ফুপরূপ হেরি, প্রিয়ার সনে।
তাইতো দেখিনু চাহি তবরূপ এ’চোখে,
বলো প্রিয়া কি দোষ আমার কর কটাক্ষে!!
এ’যে ঈশ্বর দান, যে যেমন পায় জগতে;
জ্ঞানশূন্য বলতে পার,তিতিক্ষা সাক্ষাতে।

চাঁদ-ফুল বলে না তো,প্রতিহিংসা করে,
এ’রূপ দর্শনে হেরি! তবে, মানবের তরে।
তাই নজরুল লিখেছেন,বিবেচ্য বিষয়ে;
এই ব্যাখ্যা দানে রমেন, করে নত হয়ে।।
—১৩৪ শব্দের বন্ধন।

মন্তব্য করুন