Skip to content

সুখ – মুজিবর আনসারী

গোপনে স্বপন আঁকি
স্বপনের মুখ
আমারে গিলিয়া খায়
বেটা সর্বভুক
কে জানে সুখের ছবি
আদি অন্ত বাঘ
বোঝে না মানবতত্ত্ব
নিত্য তার রাগ
আমারে গিলিয়া খায়
আহা সে কী মজা
জানে না উদরে তার
রেখেছি দরজা

মন্তব্য করুন