Skip to content

সুখ উল্লাস

আর কতকাল দুখ সাগরে
ভাসবো আমি প্রভু,
দিবানিশি সুখ সাগরের
সন্ধান করি তবু।

পাই না এই ধরার বুকে
একটু সুখের ছোঁয়া,
সুখবিহীন যে বৃথা জীবন
সবই কালো ধোঁয়া।

অবাক চোখে যেদিক তাকাই
শূন্য দেখি সবই,
সুখের খোঁজে ক্লান্ত হয়ে
আঁকি নানা ছবি।

সুখ উল্লাসে জীবনটাকে
মেতে রাখতে হবে,
নইলে মানব জীবনটা যে
দুখ অনলে রবে।

রচনাকালঃ
০৩/০৯/২০২২

মন্তব্য করুন