Skip to content

সিগেরেটের শেষ টান

তোমার ভালোবাসা যেন সিগারেটের শেষ টান
ঠোঁট জ্বলে যায় উষ্ণ অভ্যর্থনায়, তবু নেই নিকোটিন বুকে।
তিলে তিলে মৃত্যুর পথে দিয়ে দিবো জান,
এরপরও ভালোবাসি, ধ্বংস জেনে ও যাব ভালোবেসে।

মেমসাহেব, তুমি হলে সিগারেটের মতো-
যতবার ভাবি এই শেষ টান, ছেড়ে দেবো চিরতরে,
ততবার আমি ধোঁয়াটে স্বপ্নে জড়িয়ে যাই,
দেখি মিথ্যে স্বপ্ন যত,
ছাই হয়ে পড়ে থাকো এ্যাশ ট্রেতে।

একের পর এক ১২০ মিলিমিটার সিলিন্ডারের দেহ,
বিষাক্ত নিকোটিন আর মৃত্যুতুতে ঠাসা পুরোটাই,
জ্বালিয়ে যাই অবলীলায়, ধোয়ার সাথে উড়িয়ে দেই-
পুরোনো কথা ,প্রাচীন স্মৃতি এক সাথে কাটানো সময়;
আমরা কি একা আজ থেকে? কেউ কারো নয়?

ধোঁয়ার কুন্ডলী পাকিয়ে উড়ে যায় বিষন্নতা,
মন খারাপ সব দলা বেধে পড়ে থাকে এ্যাশট্রেতে।
প্রতি টানে অভিমান গুলো মহাশূন্যে ছুঁড়ে দেই
শেষ রাতে রাজপথের সোডিয়াম লাইটে
কুন্ডলী পাকানো হলুদিয়া নিঃশ্বাসের সাথে
তোমাকেও মুক্তি দিলাম যত রেখে হতাশা
এ-শহর আমাকে অনেক দিয়েছে
শুধু দেয় নি আমার ভালোবাসা।

মন্তব্য করুন