Skip to content

সার্কাসের বাঘ বাঘিনী–তাপস ঠাকুর

“সার্কাসের বাঘ বাঘিনী,
খেলা দেখায়, পয়সা কামায়।
তাপ নিয়ন্ত্রিত কক্ষে নরম বিছানায় ঘুমায়।
বাঘ বাঘিনীও সেলফি তোলে,
তাদেরও ইউটিউব চ্যানেল হয়,
সাইবার মঞ্চে নাচা গান করে।
সার্কাসের বাঘ বাঘিনী,
খেলা দেখায়, পয়সা কামায়।

কিন্তু ওরা হারিয়েছে ওদের অরণ্য!
ওরা হারিয়েছে রোদ-বৃষ্টি,
বৃক্ষের ছায়া, মেঘের গর্জন,
গহীন অরণ্যে শিকার,
পাহাড়ের গুহায় তাদের বন্য সংসার।
হারিয়েছে তাদের বন্য জীবন।
চাঁদের জোছনায় দুরন্ত নদীর সাথে ছুটে চলা,
তাদের শিকার, তাদের বন্য অধিকার।

সার্কাসের বাঘ বাঘিনী,
ফিরে এসো আবার অরণ্যে,
তোমাদের নব যৌবনে।
এই রোদ-এই বৃষ্টি,
এই গ্রহ শুধুই তোমাদের।
অরণ্য, পাহাড় ঝর্না, নদী, বৃক্ষ, ফুল, ফল পাতা,
সব কিছুতেই তোমাদের রয়েছে সম অধিকার।”

তাপস ঠাকুর।
২৫-এপ্রিল-২০২৩

মন্তব্য করুন