Skip to content

সাম্য তন্ত্রের তাৎপর্য ২- কাজী আনোয়ার হোসেন বাঘাবারো ( Kazi baghabaro)

সাম্য অর্থ হচ্ছে সমান ; সমতা ও ভারসাম্য রক্ষা ;
তন্ত্র অর্থ মুক্তির পক্ষা ; সাম্য তন্ত্র ত্যাগ সমীক্ষা।
সাম্যে থাকে মানব মান ; ভালবাসা ও দয়াবান ;
সত্য প্রেম সমান চোখে ; সকল মানুষ কে দেখা;
গরীব ধনী ভাব রেখা ; জাতি ধর্ম সমান পেখা।

জনকল্যাণে ত্যাগি হওয়া ; ব্যর্থতায় ক্ষমতা ছাড়া ;
লোক খুশি উন্নতি দ্বারা ; দেশাত্মবোধে ছল তাড়া;
জনতা রোষে ছেড়ে দেওয়া ; পদত্যাগে মহান হওয়া;
জনগনের কথা মানা ; জন আশা পূরণ করা ;
কল্যানে জ্ঞান যুদ্ধে লরা ; জনমনে মমতা ভরা।

পর দোষ ধরার আগে ; আপন দোষ আগে ধরা ;
আপন কাজ পরে করা ; পর কাজ আগে তড়া ;
প্রাপ্য দাও দুখির ভাগে ; সাম্য তন্ত্র মানেই ত্যাগে ;
রাষ্ট্র ধন জনতা ধন ; সাম্য তন্ত্রে তারই মান ;
টিকিয়ে রাখো দিয়ে প্রাণ ; তবেই যোগ্য নেতা বান।

বিশ্লেষণঃ গনতন্ত্র, প্রজাতন্ত্র, একনায়ক তন্ত্র বর্তমান পেক্ষাপটে মানুষ,দেশ,বিশ্বের যে হাল অবস্থা তাতে উল্লেখিত তন্ত্রে মানুষ আস্হা হারিয়ে ফেলেছে। এখন সারা বিশ্বে সাম্যতন্ত্র দরকার। সাম্য তন্ত্রে দেশের নির্বাচনে অংশকারী মিলে দেশ চালায় এবং পন্চম শ্রেণি পাশ করলে সরকারি হাওলায় শিক্ষা গ্রহণ করে। তাই কেউ মুর্খ থাকে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান,

1 thought on “সাম্য তন্ত্রের তাৎপর্য ২- কাজী আনোয়ার হোসেন বাঘাবারো ( Kazi baghabaro)”

মন্তব্য করুন