Skip to content

সামনে রাস্তা খোলা নেই

একদিন তোমাকে ফিরে আসতে হবে মায়ের কাছে
কারুকার্য চেয়ার ছেড়ে
চেয়ার তো আর আঁচলের মত হয়না।

আরো একটু যেতে চাও

সমুদ্র ডিঙিয়ে পারবেনা যেতে ।

যতই ভর্তি করো পদবীর লালসায় গ্লাস
আকাশের এক ফোঁটাও নেবে না তাতে ঠাঁই ।

চাদর বিছিয়ে পঁচা পোকামাকড়ে সওদা করতে চাও
চমৎকার প্লান
খরিদ্দার আছে ?

তামাশার রাজ্যে ক’জন আর খুঁজে পাবে আসল মানুষ।

জোনাকিরা রাতে জ্বলে আর চলে
জোনাকিকে বলে, ধার নাও একটু আলো
জ্বলতে জ্বলতে চলতে পারবে আরো একটু আঁধার ঘেঁষে

প্রভাত এলো বলে ।

নাকি আরো একধাপ এগিয়ে যেতে চাও – তা যাও

সামনে কিন্তু রাস্তা খোলা নেই আর —-

মন্তব্য করুন