Skip to content

সাধারণ মানুষ – নজরুল ইসলাম খান

সাধারণ মানুষ
——————–
–নজরুল ইসলাম খান

অন্য দশ জন মানুষের মতো
আমি ও এক সাধারণ মানুষ,
আছে সংসারের টানাপোড়েন,
পোষ্যের ভার, নিরন্তর
ঘুরি মাঠে প্রান্তরে, শহরে বন্দরে ,
আমার উপস্থিতি জানান দেয় না কেউ ।
ফিরে আসায় ও ঘটেনা কোন শূন্যতা।
নেই এমন কোন সৃষ্টিশীল গুণ যে
লোকে আমাকে কদর করবে ।
চেহারায় ও নেই কোন আকর্ষণ যে
এক দেখায়ই কাছে টানবে ।
অর্থ বিত্ত ক্ষমতার নেই প্রভাব যে
লোকে করবে ভয় আমাকে ।
আমি হারিয়ে গেলে তারারা খসে পড়বে না,
পাখিরা গান থামাবে না,
নদীর স্রোত বন্ধ হবে না,
পৃথিবী স্তব্ধ হবে না একমুহূর্ত ও,
কেউ হিসাব মিলাবে না কখন এলাম-গেলাম।
শুধু সময়ের ফ্রেমে বাঁধানো ছবিতে থাকবে ,
তোমাদের সাথে আমি ও ছিলাম ।

১৫/১০/২০২১

মন্তব্য করুন