Skip to content

সাত জনমের আকাঙ্খা

তীব্র দাবির মিছিলে
আমার দিবস কাটে বিবশ হয়ে।
ওগো কাজল চোখের মেয়ে!
তাকাস কেন?
বুকের ভেতরে আঁকাস কেন?
আমার দহনের দিনে।
থমকে থাকে!
তুই তাকালে থমকে থাকে হৃদয়ের আকাশ।
অথৈ জলে তুমি ভীষণ অকূল পাথার
আর আমি?
আর আমি সর্বনাশা একরোখা নাবিক।
আকুল চোখে অচেনা মিছিলে,
একটুখানি চমকে যায়!
আবার কখনো থমকে যায়;
কখনো বুকের ভেতর হাহাকারে ফেটে যায়।
শুনছো?
ও মেয়ে তুমি কি শুনছো?
দীর্ঘশ্বাসে সকালটা শুরু হয় তোমার নামে।
দূরেই থেকো তুমি!
অথৈ কান্নায় আমি জীবন কাটিয়ে দেখি।
আমি পরাজিত,
সাত জনমের আকাঙ্খা আবডালে
ফিরে যায়,
উদভ্রান্তের মতো ফিরে যায় মধুপের গুঞ্জন।
ভালোবাসতে ইচ্ছে হয়!
পোড়া কোকিলের গান শুনে পরাজিত হৃদয়।
এটাই তো স্বাভাবিক,
আর এটাই তো হয়!
বহুকালের জমানো তৃষ্ণা নিয়ে;
চুম্বনে আলিঙ্গনে;
প্রেমিক প্রেমিকার দেখা হউক।

মন্তব্য করুন